Logo

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুলেলন উর্বশী

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৫, ০৫:৩৪
আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুলেলন উর্বশী
ছবি: সংগৃহীত

কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষ

বিজ্ঞাপন

বিতর্ক জেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার এ নায়কা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো উর্বশীর এক ভিডিও। এ ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। কারণ ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়।

বিজ্ঞাপন

প্রকাশ্যে আসা উর্বশীর ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে একটি গোসলের জন্য যাচ্ছে উর্বশী। যেখানে তার পরনে সালোয়ার কামিজ। তিনি গোসলে গিয়েই বাথরুমের দরজা বন্ধ করেই পোশাক বদলাতে শুরু করেন আর সেখানেই বন্ধ হয়ে যায় ভিডিও। কিন্তু এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে সন্দিহান অনেকেই।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

উর্বশী বলেন, ‘তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা।’ 

বিজ্ঞাপন

উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। ‘ঘুষপেটিয়া’ নামের এক ছবির অংশ ওই দৃশ্য।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD