Logo

আবারও ব্যতিক্রমী চরিত্রে জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১৬
40Shares
আবারও ব্যতিক্রমী চরিত্রে জয়া আহসান
ছবি: সংগৃহীত

তবে কাজ সম্পর্কে কিছুই খোলাসা করেননি এই অভিনেত্রী

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন করে কাজ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন। কয়েকদিন ধরেই সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। জয়া নিজেই ছবিটি শেয়ার করে নতুন কাজ প্রসঙ্গে ইঙ্গিত দেন। তবে কাজ সম্পর্কে কিছুই খোলাসা করেননি এই অভিনেত্রী। 

এ প্রসঙ্গে জানতে চাইলে জয়া আহসান বলেন, ‘নতুন একটি প্রজেক্টে কাজ করছি। এটি আমার জন্য বিশেষ একটি কাজ। কারণ, এমন কাজে এর আগে আমি কখনোই যুক্ত হইনি। সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্রে দর্শক আমাকে দেখতে পারবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে চলচ্চিত্র নাকি ওয়েব কনটেন্ট করছেন এ ব্যাপারে কিছু জানাতে নারাজ এ অভিনেত্রী। তিনি শুধু বলেন, ‘এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে কাজ করছি। শুটিংয়ের অনুভূতি দারুণ ছিল। তারা দুজনই গানের জগতের মানুষ। তাই গান আড্ডার মধ্য দিয়েই দারুণ সময় কেটেছে।’

তবে এ প্রসঙ্গে কাজটির নির্মাতা সাদিয়া ইসলাম রোজা জানান, দর্শকদের জন্য একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছেন তিনি। এতে বর্তমান সময়ের গল্প তুলে ধরা হয়েছে। তবে এর নাম এখনো ঠিক করা হয়নি। পরিচালক জানান, সোমবার (২৭ জানুয়ারি) মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD