আওয়ামী লীগ আমার পরিবারকে টার্গেট করেছে: প্রেস সেক্রেটারি
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

এবারের বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর থেকে আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: অবরোধ থেকে সরেননি তিতুমীর শিক্ষার্থীরা, চরম ভোগান্তি
এসময় আরও উপস্থিত ছিলেন, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
শফিকুল আলম বলেন, বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমরা জানি তাদের চরিত্র কেমন। অপ্রত্যাশিত হলেও সত্য তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বৈঠকও করেছেন। বাংলাদেশের কসাইয়ের (শেখ হাসিনা) রুচিটা কোথায়, দেখেন। শেখ হাসিনা এ টিমের সঙ্গে বৈঠক করেছেন।
আরও পড়ুন: তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, এই টিম কারও মেয়ের ছবির ওপরের গলাটা কেটে পর্নোগ্রাফি ছবি বানিয়ে প্রচারণা চালাচ্ছে। কি ভয়ংকর! তার রুচিটা কোথায় গেছে। আবার আমাদের রুচি দেখান অনেকেই।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

মবে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংস্কারের যেসব প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএনপি

গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
