শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ১৪ মাস বয়সি শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৯ পিএম, ৫ই মার্চ ২০২৫

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল নিহাল (১৪) নামের মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাড়ারণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্রীপুরে অটো চালককে হত্যার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিহত শিশু আব্দুল্লাহ বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশেই শিশুটির বাড়ি। স্বজনদের অজান্তে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে রেললাইনে চলে যায় শিশুটি। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র ইন্টারসিটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত লাগে। পরে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর মাথায় আঘাতের চিহ্ন ছিল।’
আরও পড়ুন: শ্রীপুরে বিএনপির সভাপতি শোকজ
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘ট্রেনে কাটা পরে মারা যাওয়ার বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
এসডি/