ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, জরিমানা ২ লাখ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীনভাবে ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি তিন ডাকাতের আত্মসমর্পণ
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘এক্টিভ ফেয়ার কোম্পানি’তে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি অনুমোদিত ন্যাপকিন, ডায়াপার ও ওয়েট টিস্যুর আড়ালে গোপনে বৃহৎ পরিসরে অনুমোদনহীন প্লাস্টিকের জিপার ব্যাগ, শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ফিডার বোতল ও নিপলসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছিল। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা ব্যবহার করা হয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
তিনি আরও বলেন, অভিযানে কারখানার স্বত্বাধিকারী আনোয়ার হাবিবকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় কারখানার স্বত্বাধিকারী উপস্থিত না থাকায় তাঁর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক তারেক আজিজের উপস্থিতিতে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এসডি/