হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় পিতা আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।
বুধবার (১২ মার্চ) রাতে বড়দিঘিরপাড়স্থ একটি কলোনিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক কারাগারে
জানা যায়, অভিযুক্ত ট্রাক হেলপার জয়নাল আবেদীন প্রায় সময় ১০ বছর বয়সী নিজের শিশুটিকে যৌন নিপীড়ন করত। মাকে বললেও লোকলজ্জার ভয়ে কাউকে জানাতেন না। মেয়ের অভিযোগ পেয়ে স্বামীর সাথে বিবাদে জড়াতেন। ঘটনারদিন মায়ের অনুপুস্থিতে ফের একই ঘটনা ঘটলে ভিকটিমের গার্মেন্টসকর্মী মা প্রথমে ৯৯৯ কল দিলেও পরবর্তীতে পুলিশ লোকেশন জানতে বার বার কল দিলেও রিসিভ করেনি। কিছুক্ষণ পর ভিকটিমের মা থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেফতার করেন।
আরও পড়ুন: ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, ধর্ষক পালাতক
জানা গেছে, এ ঘটনার তিন বছর আগেও একই ঘটনায় মানিকছড়ি নিজ এলাকায় সালিশ হয়েছিল জয়নালের বিরুদ্ধে।
সত্যতা স্বীকার করে সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান গনমাধ্যমকে বলেন, ভিকটিমের স্বাক্ষ্য অনুযায়ী যৌন নিপীড়ন করা হয়েছিল। বুধবার দিবাগত রাতে মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এসডি/