Logo

পূর্ণিমার মিষ্টি হাসি নজর কাড়ল নেটিজেনদের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২৪:২৭
40Shares
পূর্ণিমার মিষ্টি হাসি নজর কাড়ল নেটিজেনদের
ছবি: সংগৃহীত

এখনও সেই চিরচেনা রূপ ধরেই পর্দা কাঁপাচ্ছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তাকে দুই প্রজন্মের নায়িকাও বলা হয়! নব্বই দশকের শেষের দিকে শুরু তার রুপালি জগতের পথচলা। এরপর কেটে গেছে প্রায় আড়াই যুগের বেশি। এখনও সেই চিরচেনা রূপ ধরেই পর্দা কাঁপাচ্ছেন এই অভিনেত্রী।

এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি কিছু ওয়েব কনটেন্ট এ কাজ করেছেন পূর্ণিমা। এছাড়াও শোবিজের বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যায় তাকে; ব্যক্তিগত জীবন নিয়েও বেশ ব্যস্ত থাকেন নায়িকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্ণিমা নিজেকে বর্ণিল করে রেখেছেন। তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন, ভক্তরাও নায়িকাকে ভরিয়ে দেন ভালোবাসা দিয়ে। বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা, বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, কেউ কেউ আবার আফসোসও করেন তাকে দেখে।

বিভিন্ন সাজ-পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এমনই কিছু নতুন লুকে ধরা দিলেন নায়িকা। তবে এদিন বেশ সিম্পল বেশভূষায় ছিলেন। পরেন লাইট ব্লু স্যালোয়ার; সঙ্গে সাদা ওড়না। বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেন, সঙ্গে দেন মিষ্টি হাসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুর্ণিমাকে ভক্তরা যতবারই দেখেন, ততবারই যেন তারা বিস্ময়ের বনে যান। নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেন, ‘ছোট থেকে দেখে আসছি আপনাকে, একইরকম। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি যেন সেই বয়সেই পড়ে আছেন।’ একইভাবে আরেকজনের মন্তব্য, ছোটবেলার ক্রাশ, এখনও কত সুন্দর আপনি। আরেক নেটিজেন লিখেছেন, ‘সিম্পলের ওপর সুন্দর লাগছে।’

‘পূর্ণিমা’ নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ ছবি দিয়ে। এরপর ও ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’- এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মন কাড়ে দর্শকের। সে থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখনও দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD