তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ চীনা কমিউনিস্ট পার্টির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে
সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান সিপিসি এই নেতা।
আরও পড়ুন: শহীদদের দলীয়করণ করলে তাদের অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ হোসেন
এর আগে, রবিবার (২২ জুন) রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিট ব্যুরো সদস্য কংগ্রেসের ডেপুটি লি হংঝং। চীনের পিপলস গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিউনিস্ট পার্টির নেতারা বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটির ডেপুটি লি হংঝং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত : মির্জা ফখরুল
এই বৈঠকের মধ্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে বলে সিপিসি আশাবাদ ব্যক্ত করেছে।
আর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যােগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, বৈঠকে দুই দলের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক ভূরাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সিপিসির পক্ষ থেকে বলা হয়—এ বৈঠকের মধ্য দিয়ে দুই দলের রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা হলো।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভারতের মদদে হাসিনার সরকার গুম-খুনের রাজত্ব চালিয়েছে: নাহিদ ইসলাম

শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ সার্জিস আলম, পরে কণ্ঠে ঝরে পড়ে আবেগ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত
