হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫


হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক করেছেন।


বৃহস্পতিবার (০৩ জুলাই) ট্রাম্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে ফক্স নিউজ।


আরও পড়ুন: মহররমের আয়োজনে অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি, চলছে গুঞ্জন


প্রিন্স খালিদ বিন সালমান হলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদের ছোট ভাই কেবিএস নামে পরিচিত।


ফক্স নিউজ বলছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কেবিএস। একইসঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারেও কথাবার্তা হয় তাদের মধ্যে।


আরও পড়ুন: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের


ইরান-ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন প্রিন্স খালিদ।


ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কি না, তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন সূত্রগুলো। তবে এমন কিছু অর্জনের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।


এমএল/