পলিথিনে আর ছাড় নয়, ধরা পড়লেই জব্দ: পরিবেশ উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৭ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


পলিথিনে আর ছাড় নয়, ধরা পড়লেই জব্দ: পরিবেশ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পলিথিন ব্যবহারে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সতর্ক করে বলেছেন, কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গেই জব্দ করা হবে। এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।


রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।


আরও পড়ুন: পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে।


তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে হলে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। সরকার ইতোমধ্যেই ভর্তুকি দিয়ে প্রায় সব ধরনের সাইজের পাটের ব্যাগ সরবরাহ করছে, যা দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।”


আরও পড়ুন: এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস


তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। অথচ ২০২৫ সালেও এর ব্যবহার চলমান, যা দেশের জন্য নেতিবাচক সংকেত।


পাটপণ্য ব্যবহারে উৎসাহিত করে তিনি বলেন, মাছ, মাংস, শাকসবজি সবই সহজে পাটের ব্যাগে বহন করা যায়। ধুয়ে পুনরায় ব্যবহারও করা সম্ভব, এতে পরিবেশ রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা যাবে।


আরও পড়ুন: দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কাল হলো অন্তর্বর্তী সরকারের: মোস্তফা ফিরোজ


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।


এএস