পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের কার্যালয়ে এ বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে আলোচনার বিস্তারিত বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: মানবতাবিরোধী মামলার অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব
গত শনিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজার ও মহেশখালী ভ্রমণ শেষে রাতে ঢাকায় ফেরেন।
পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ সময়ে নানা ইস্যুতে তিনি আলোচনায় ছিলেন। দায়িত্ব শেষে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন।
আরও পড়ুন: নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি
অবসরের পর পিটার হাস যোগ দেন বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল পরিচালনা করছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নীতির পথে চলেই গড়তে হবে নতুন বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা
