নির্বাচনে দাঁড়াচ্ছেন পরীমনি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নির্বাচনে দাঁড়াচ্ছেন পরীমনি

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভক্তদের মা হওয়ার খবর জানিয়ে আনন্দে ভেসেছেন ঢালিউডের স্বপ্নজাল খ্যাত নায়িকা পরীমনি। সেই রেস কাটতে না কাটতেই আবার নতুন খবর দিলেন ভক্তদের। আগামী ২৮ জানুয়ারির চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। 

জানা যায়, কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। গতকাল পরী তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বলেও গণমাধ্যমের খবরে নিশ্চিত হওয়া যায়।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবসহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, পরী মণি এখন আলোচনায় বিয়ে এবং সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। দু’জনের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’এর শুটিং সেটে পরী ও রাজের প্রেম হয়। আর শুটিং শুরুর ৫ দিনের মাথায় তাদের বিয়ে হয়!

এসএ/