শুক্রবার ৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ছিটমহল’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শুক্রবার ৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ছিটমহল’

বিনোদন প্রতিবেদক: এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল সিনেমাটি শুক্রবার (১৪ জানুয়ারি) দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

নিজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে।

নির্মাতা বলেন, করোনার কারণেই ‘ছিটমহল মুক্তিতে দেরি হলো। এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো গল্পের সিনেমা উপহার দেবো বলে। আশাকরি কেউ নিরাশ হবেন না। তাই বলবো হলে আসুন সিনেমাটি দেখুন।

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ১৯৪৭ সালের দেশ ভাগের করুণ অন্ত:ক্ষরণের ৬৮ বছরের বঞ্চনা, যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনি উঠে এসেছে ‘ছিটমহল সিনেমায়। চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাতই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পরে সিদ্ধান্তহীনতায়। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তঃক্ষরণ। 

ওআ/