Logo

রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর দিল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৮
16Shares
রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

অগ্রিম রপ্তানি আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

বিজ্ঞাপন

সার্কুলারে উল্লেখ করা হয়, প্রকৃত লেনদেনের নিরাপত্তা নিশ্চিত রেখে অগ্রিম প্রাপ্ত অর্থ সংরক্ষণের পূর্বের নিয়ম বাতিল করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে এই সুবিধা কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে- রপ্তানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা বৈধ চুক্তি থাকতে হবে, রপ্তানি কার্যক্রমের পূর্ববর্তী রেকর্ড সন্তোষজনক হতে হবে, অর্ডার বাস্তবায়নের সক্ষমতা প্রমাণিত থাকতে হবে এবং অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব শর্ত পূরণ হলেই রপ্তানিকারকরা অগ্রিম প্রাপ্ত অর্থ সরাসরি ব্যবহার করতে পারবেন। এর ফলে ব্যবসায়ীরা দ্রুত কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

রপ্তানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত তাদের জন্য স্বস্তি নিয়ে আসবে। কারণ এতে নগদ প্রবাহ বাড়বে এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসা আরও সহজ হবে। একই সঙ্গে ব্যাংকের তদারকি থাকার কারণে নিয়ম-নীতিও মানা নিশ্চিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD