Logo

স্বর্ণের দামে নতুন রেকর্ড: এক ভরি ছাড়াল ২ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ২০:২৭
40Shares
স্বর্ণের দামে নতুন রেকর্ড: এক ভরি ছাড়াল ২ লাখ টাকা
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে নতুন মূল্য ঘোষণা করেছে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

বিজ্ঞাপন

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। অর্থাৎ একদিনে ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে।

এটি চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা। এর আগে শনিবার (৪ অক্টোবর) বাজুস ভরিপ্রতি ২ হাজার ১৯৩ টাকা বাড়িয়েছিল।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য সমন্বয়ের কারণে এই ঊর্ধ্বগতি ঘটেছে। ফলে সোনার বাজারে নতুন এক দামের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD