Logo

২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২০:১৬
10Shares
২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকার সমান। প্রতি দিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরিয়ার সিদ্দিকী জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত ২৮ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল- জুলাই মাসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্ট মাসে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল। পুরো অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

গত অর্থবছর ২০২৩-২৪ সালে মোট রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল- জুলাই মাসে ১৯১.৩৭ কোটি, আগস্ট মাসে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর মাসে ২৪০.৪১ কোটি, অক্টোবর মাসে ২৩৯.৫০ কোটি, নভেম্বর মাসে ২২০ কোটি, ডিসেম্বর মাসে ২৬৪ কোটি, জানুয়ারি মাসে ২১৯ কোটি, ফেব্রুয়ারি মাসে ২৫৩ কোটি, মার্চ মাসে ৩২৯ কোটি, এপ্রিল মাসে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুন মাসে ২৮২ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার অবস্থাকে শক্তিশালী করছে এবং বৈদেশিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD