এলপি গ্যাসের নতুন দাম বিষয়ে যা জানাল বিইআরসি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নভেম্বর মাসে বাড়বে নাকি কমবে -এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে রবিবার (২ নভেম্বর)।
বিজ্ঞাপন
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর ২০২৫ সালের সৌদি সিপি অনুসারে দেশে এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয়ের নির্দেশনা দেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে, সর্বশেষ ৭ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)।
বিইআরসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ১১ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম পরিবর্তন করা হয়। এর মধ্যে ৭ বার দাম বেড়েছে, ৪ বার কমেছে এবং একবার অপরিবর্তিত ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
বিজ্ঞাপন
ভোক্তা পর্যায়ে প্রতি মাসেই সৌদি সিপি অনুযায়ী দেশে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।









