এলপি গ্যাসের দামে বড় পরিবর্তন, নতুন দাম নির্ধারণ

ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম কমানো হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞাপন
রবিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিকেলে ঘোষণা আসছে এলপি গ্যাসের নতুন দাম
বিইআরসি চেয়ারম্যান বলেন, “অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,২৪১ টাকা। নভেম্বর মাসের জন্য তা ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করেছিল।
বিজ্ঞাপন








