Logo

ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ১২০ টাকায় পৌঁছেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১২:১৭
10Shares
ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ১২০ টাকায় পৌঁছেছে
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সকালে কারওয়ান বাজার, বাসাবো ও রামপুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গতকাল যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১১০ টাকায়, আজ তা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদি দোকানগুলোতে বড় ও মানসম্মত পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, আর কিছুটা ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অন্যদিকে, ভ্যানচালক বিক্রেতারা কিছুটা কম দামে—১০০ থেকে ১০৫ টাকায়—পেঁয়াজ বিক্রি করছেন।

বিজ্ঞাপন

বাসাবো বাজারের ব্যবসায়ী জান্নাতুর রহমান পাপ্পা জানান, ‘কয়েক দিন আগেও আমরা পেঁয়াজ বিক্রি করেছি ৭৫–৮০ টাকায়। দুদিন আগে দাম উঠেছিল ৯০ টাকায়। এখন বড় সাইজের দেশি পেঁয়াজ ১২০ টাকায় তুলতে হচ্ছে।’

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম বাড়ার দুটি মূল কারণ হলো—ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রবি মৌসুমের নতুন পেঁয়াজ বাজারে না আসা।

কারওয়ান বাজারে বর্তমানে দেশি পেঁয়াজের পাইকারি দাম ৯৫ থেকে ১০৫ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা গত সপ্তাহে ছিল ৭২ থেকে ৮৫ টাকায়। আড়তদার মোহন লাল বলেন, “এক সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। সরবরাহ কমে যাওয়ায় এমনটা হচ্ছে।”

বিজ্ঞাপন

এদিকে, বিভিন্ন জেলার কৃষকেরা জানিয়েছেন, এ বছর পেঁয়াজ রোপণে কিছুটা বিলম্ব হওয়ায় রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে দেরি হচ্ছে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নতুন পেঁয়াজ বাজারে আসে, কিন্তু এবার অনেক জায়গায় এখনো ক্ষেত থেকে তুলতে পারছেন না চাষীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD