Logo

পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত করল ডিএসই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৯
115Shares
পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত করল ডিএসই
ছবি: সংগৃহীত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

ডিএসই জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

লেনদেন স্থগিতের কারণ হিসেবে সংস্থাটি বলেছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী গত ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডিএসইর পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর এক চিঠিতে নির্দেশ দিয়েছে যে, ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

এর আগে গত বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে, অর্থাৎ তাদের মূলধন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এসব ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য (জিরো ভ্যালু) হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞাপন

গভর্নর আরও জানান, শেয়ারহোল্ডারদের কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না, কারণ ব্যাংকগুলোর দায় ও সম্পদের মধ্যে ভারসাম্য নেই। কেন্দ্রীয় ব্যাংক এখন একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠান পুনর্গঠনের পদক্ষেপ নিচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পাঁচ ব্যাংকের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD