Logo

এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১১:২২
38Shares
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

এছাড়া, যেসব নম্বর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে, সেসব নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রেকর্ডসংখ্যক আবেদন

সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী থেকে মোট ৪ লাখ ২৮ হাজার খাতার আবেদন জমা পড়েছে।

সর্বোচ্চ আবেদন: ঢাকা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

সর্বনিম্ন আবেদন: বরিশাল শিক্ষা বোর্ড

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

বিজ্ঞাপন

আবেদন গ্রহণ করা হয় গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত (৭ দিন)। প্রতি বিষয়ে ফি ছিল ১৫০ টাকা।

এইচএসসি পরীক্ষার সারসংক্ষেপ

পরীক্ষার্থী: ১২ লাখ ৫১ হাজার ১১১ জন (৯,১৯৭টি প্রতিষ্ঠান)

বিজ্ঞাপন

উত্তীর্ণ: ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন

পাসের হার: ৫৮.৮৩%

অকৃতকার্য: ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭%)

বিজ্ঞাপন

লিঙ্গভিত্তিক পাসের হার:

ছাত্রী: ৬২.৯৭%

ছাত্র: ৫৪.৬০%

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD