প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দাবি আদায়ে নতুন করে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছে, আগামী বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু করা হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান এ ঘোষণা দিয়েছেন।
আনিসুর রহমান জানান, বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা ‘দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে তৃতীয় দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ ডিসেম্বরের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি কার্যকর করা হবে।
এই কর্মসূচিতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও সোমবার (১ ডিসেম্বর) থেকে চার দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এর ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন বিদ্যালয়ে কেবল পাহারাদার কর্মচারীর তত্ত্বাবধানে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চলমান আন্দোলনের ফলে শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা প্রভাবিত হচ্ছে এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষক সংগঠনগুলো দাবি করছেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন, সুযোগ-সুবিধা ও পদোন্নতির দাবিতে তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।








