Logo

কারও সঙ্গে কথা বলছেন না মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩
932Shares
কারও সঙ্গে কথা বলছেন না মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

ওই আসনে নৌকায় ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে এমপি হয়েছেন ওমর ফারুক চৌধুরী।

বিজ্ঞাপন

সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে । আর এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় নিয়ে শতভাগ আশাবাদি হলেও শেষ পর্যন্ত নয় হাজার ভোট পেয়ে হেরে গেছেন মাহি। আর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জামানত বাজেয়াপ্ত হচ্ছে তার।

ওই আসনে  নৌকায় ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে এমপি হয়েছেন ওমর ফারুক চৌধুরী। এ আসনে ১৫৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। মোট ভোটে পড়েছে ২ লাখ ১৯ হাজার ৭৯৩, ভোটের হার ৪৯ দশমিক ৯৩ শতাংশ। বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৯৬, বাতিল হাওয়া ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে এলাকাবাসীকে না ধারণের প্রতিশ্রুতি দিয়ে তার ট্রাক প্রতীকে ভোট চান। প্রচারণার সময় ‘সিনেম্যাটিক’ স্টাইলে বক্তব্যও দেন। আ. লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, “চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই।”

বিজ্ঞাপন

নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমের পক্ষ থেকে মাহি মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কল সিসিভ করেননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ভোটের দিন রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিনেত্রী মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, “ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।”

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত কথা রাখেননি মাহি। সোমবার (৮ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় কোনো শোডাউন দেননি তিনি।

বিজ্ঞাপন

 ‍

 জানা গেছে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত বাসা থেকেই বের হননি নায়িকা মাহি। ঠিকভাবে কারও সঙ্গে কথাও বলছেন না। দূরত্ব তৈরি হয়েছে আত্মীয়-স্বজনদের সঙ্গে। সাংবাদিকদেরও এড়িয়ে গেছেন তিনি। গণমাধ্যমে আপাতত কোনও কথা বলতে চাইছেন না ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD