আহসানের কথায় সামসের নতুন গান

ঘাসফড়িং অফিসিয়াল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রকাশ পেল ‘মন ভেঙ্গেছে সখী আমার’ শিরোনামে নতুন একটি গান। গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী সামস ভাই। এটি লিখেছে সময়ের উদীয়মান তরুণ গীতিকবি আহসান আলমাস। সুর ও সংগীত আয়োজনে ছিলো রাজ হৃদয়।
ঘাসফড়িং অফিসিয়াল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গান প্রসঙ্গে আহসান আলমাস বলেন,এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গানটি অনেক সময় ও যত্ন নিয়ে লেখা। স্যাড গানে শ্রোতারা যেসমস্ত কথা শুনতে চায়, তার সবই এই গানে খুঁজে পাবে।দর্শক শ্রোতারা এই গানটি শুনে নিরাশ হবে না।
বিজ্ঞাপন
‘মন ভেঙ্গেছে সখী আমার’ গান নিয়ে বেশ আশাবাদী বলে জানান কন্ঠশিল্পী শামস।
বিজ্ঞাপন
জেবি/এসবি








