হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অভিনয়ে ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
বিজ্ঞাপন
অ ভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমকে জানিয়েছে, সকালে বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় তার। এরপরেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ অভিনেতাকে। প্রাথমিকভাবে তার এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
জানা যায়, তাকে সাংসদ সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।
এদিন সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, মিঠুনের আপাতভাবে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ। তবে স্ট্রোক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকদের মতে, এমআরআই রিপোর্ট দেখে এ বিষয়ে জানা যাবে।
এর পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








