Logo

আমাকে নিয়ে লোকের কেন এত সমস্যা: শ্রাবন্তী চ্যাটার্জি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১৭
59Shares
আমাকে নিয়ে লোকের কেন এত সমস্যা: শ্রাবন্তী চ্যাটার্জি
ছবি: সংগৃহীত

সমালোচনা নিয়ে এখন আর মাথা ঘামান না তিনি

বিজ্ঞাপন

ক্যারিয়ারজুড়েই বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিশেষ করে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সংবাদের কম শিরোনাম হননি এই নায়িকা। তবুও শ্রাবন্তীর পথচলা কেউ রোধ করতে পারেনি, তিনি হেঁটেছেন নিজের মতো করেই। 

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়েছেন শ্রাবন্তী। যেখানে সে বলেছেন, সমালোচনা নিয়ে এখন আর মাথা ঘামান না তিনি। 

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষায়, ‘সমালোচনা কমবেশি সবাইকে নিয়েই হয়। যার সুনাম আছে, তার কিছু বদনামও আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে অনেক খারাপ লাগত। মনে হতো, আমাকে নিয়েই কেন এমনটা হচ্ছে। কিছু কিছু মানুষের স্বভাবই লোকজনকে নিয়ে সমালোচনা করা। এখন আর এসবে কিছু যায়-আসে না আমার। কারণ আমি জানি, জীবন খুবই অনিশ্চিত। আজ আছি, ত কাল নাও থাকতে পারি। বর্তমান নিয়ে বাঁচি। ভবিষ্যতে ভগবান আছেন, আর ভালোবাসার মানুষদের আশীর্বাদ আছে। সেটা ধরেই পথ চলছি। কাজের প্রতি অনেক ভালোবাসা আর নিজের সততা আছে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বিজ্ঞাপন

জীতু কমলের সাথেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল এই অভিনেতার বিচ্ছেদের সময়। সেটা কি আসলে প্রভাবিত করেছিল? শ্রাবন্তী বলেন, ‘এটা খুবই হাস্যকর বিষয়। আমি জানি না, আমাকে নিয়ে লোকের কেন এত সমস‌্যা হয়। লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, আর যেখানে জীতুর প্রাক্তন স্ত্রীও গিয়েছিল। তার সাথেও আমি অনেক ঘুরে বেড়িয়েছি। প্রচুর খাওয়া-দাওয়া করেছি আমরা। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি অনেক হেসেছিলাম। আমি জানি আসলে সত্যিটা কী! এরকম কোনো ব্যাপারই ঘটেনি। মানুষে যা ভাবছে ভাবুক।’

বিজ্ঞাপন

১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবির মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী চ্যাটার্জী। পিচনে ফিরে তাকালে কী মনে হয়? অভিনেত্রী বলছেন, ‘অনেক কিছুই দেখলাম, অনেক ধরনের চরিত্রের সাক্ষী হয়ে রইলাম। এত ছোটবেলা থেকে এই জগতে কাজ করছি, একটা সময় সিরিয়ালেও কাজ করেছি। অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। অভিনয়ের মধ্যেই ডুবে থাকতে চাই। জীবনে প্রচুর স্ট্রাগলও করেছি। ১৬–১৭ বছরে মাও হয়েছি। তবে পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না। কারণ তখন আমি তো নিজেই অনেক ছোট। মা-দিদি-বাবা সবার সহযোগিতা ছাড়া কিছুই পারতাম না, আর এখনও তাই। ওদের সমর্থন ছাড়া এতটা দূর এগোতে পারতাম না আমি। এটার জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়।’

বিজ্ঞাপন

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সাথে এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন এই জুটি। মাঝে ব্যবসায়ী বন্ধু অভিরূপ চৌধুরীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন এই নায়িকা। কিন্তু এ সম্পর্কও ভেঙে গেছে। এরপর ফিটনেস ট্রেইনারের সাথে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এ গুঞ্জনের ভাটা পড়ার পর শ্রাবন্তীর নাম জড়ায় নির্মাতা শুভ্রজিতের সাথে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD