Logo

কৃষ্ণচূড়ার বনে ‘আগুন জ্বালালেন’ রুনা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০৬:১৮
151Shares
কৃষ্ণচূড়ার বনে ‘আগুন জ্বালালেন’ রুনা
ছবি: সংগৃহীত

‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ! এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা- শুধু তোমার জন্য।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন লুকে হাজির হয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের প্রশংসা কুড়িয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার কপালে লাল টিপ দিয়ে লাল জামদানিতে নিজেকে কৃষ্ণচূড়ার রংয়ে রাঙিয়ে এলেন আলোচনায়।

মঙ্গলবার (১৪ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে রুনা লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রুনার পোস্ট দেখে তার রূপের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

অভিনেত্রী চয়নিকা চৌধুরি লিখেছেন,‘ বাহ ! জামদানি আর তুমি বেশ সুন্দর।’

বিজ্ঞাপন

অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, ‘আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।’

বিজ্ঞাপন

সাইদা আফরিন আলী নামে এক ভক্ত লিখেছেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ! এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা- শুধু তোমার জন্য।’

বিজ্ঞাপন

কৌশিক শংকর দাস পরিচালনায় চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে তার অভিনীত ফিল্ম ‘দাফন’। এখানে রুনা খানকে দেখা যাবে মুখ্য চরিত্রে। সিনেমাটি প্রযোজনা করছেন বায়োস্কোপ ফিল্মস। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD