Logo

এফডিসিতে ১৯ সংগঠনের বৈঠক, বয়কট হতে পারেন নিপুণ!

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৪, ০১:১৩
78Shares
এফডিসিতে ১৯ সংগঠনের বৈঠক, বয়কট হতে পারেন নিপুণ!
ছবি: সংগৃহীত

নিপুণের করা রিট এবং মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নায়িকার বিরুদ্ধে

বিজ্ঞাপন

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসাবে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসাবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এই ফলাফল মানতে নারাজ চিত্রনায়িকা নিপুণ আক্তার। ইতোমধ্যে এ ফল স্থগিত চেয়ে রিট করে আদালতের দ্বারস্থ হয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী এই চিত্রনায়িকা। পরে অনিয়মের অভিযোগে রিট করেন নিপুণ। আর এই রিটের জের ধরে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিজ্ঞাপন

বিষয়টি ঘিরে বুধবার (২২ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের ডাকা জরুরি বৈঠক বসতে যাচ্ছে। 

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ২৫ দিন পর নিপুণের রিট করা ভালোভাবে নেননি অনেক শিল্পীরা। জানা গেছে, আজ বিকেল ৩টায় এফডিসিতে ১৯ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অনেক শিল্পী। তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এছাড়াও নিপুণের করা রিট এবং মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নায়িকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে নিপুণ সমর্থিত ১০৩ জন শিল্পীদেরও।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD