Logo

নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছে সোহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৪, ২২:৩৭
68Shares
নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছে সোহিনী
ছবি: সংগৃহীত

সম্প্রতি নাট্যজগতেও সেই ‘মিটু’ কাণ্ড চলে এসেছে

বিজ্ঞাপন

এক সময় সিনেমাপাড়ায়-এ ‘মিটু’ নিয়ে তোলপাড় হয়েছিল। সুদূর বলিউড থেকে সেই জল গড়িয়ে এসেছিল টলিউড অবধি।সম্প্রতি নাট্যজগতেও সেই ‘মিটু’ কাণ্ড চলে এসেছে।

অনেকেই অতীতের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। হেনস্তার ঘটনা যে শুধু সিনেমাপাড়ায় ঘটে এমনটা নয়, নিজের বাড়িতেই একবার হেনস্তার শিকার হতে হয়েছিল অভিনেত্রী সোহিনীকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, একদিন তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আর তিনি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছিলেন। হঠাৎ লক্ষ্য করেন, তার পিছনে কেউ একটা চিমটি কেটে চলে যায়।

তিনি বলেন,‘আমার বাড়িতে দাঁড়িয়েই এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে। সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে একটা চড় মারব, সেই অবকাশটা পর্যন্ত পাইনি। ঘটনার আকস্মিকতায় উবলব্ধি করতেই কিছুটা দেরি হয়ে গিয়েছিল। আর ততক্ষণে সেই ব্যক্তি সেখান থেকে উধাও। স্বাভাবিকভাবেই ওই ঘটনার পর সেই রাতে ঘুমাতে পারি নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন,‘সেই খারাপ অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তিনি। বার বার মনের ভিতর ঘৃণার উদ্রেগ হয়েছে। এই ধরনের অভিযুক্তদের সমাজের যে কোনও স্তর থেকে একেবারে বিতাড়িত করা উচিত।’

কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। ধারাবাহিক নাটক দিয়ে তার পথচলার শুরু। এরপর ফড়িং সিনেমাতে অভিনয় করে দর্শকদের মাঝে বেশ পরিচিত হয়ে ওঠেন এই নায়িকা। পাশাপাশি এ তিনি রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি সিনেমাতে কাজ করে ভক্তদের মনে জায়গা করে নেন। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD