Logo

যে নিশ্চয়তা পেলে ফের এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৪:১২
49Shares
যে নিশ্চয়তা পেলে ফের এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি
ছবি: সংগৃহীত

পরীমনি সে সময় বলেছিলেন, যতদিন বেঁচে থাকবেন, এফডিসিতে তিনি কোরবানি দেবেন

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমক দেন তিনি। সহকর্মীদের জন্য একটানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন এই চিত্রনায়িকা। এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

পরীমনি সে সময় বলেছিলেন, যতদিন বেঁচে থাকবেন, এফডিসিতে তিনি কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। সেই কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখেছিলেন হালের জনপ্রিয় এই নায়িকা। সর্বশেষ ২০২১ সালে ৬টি গরু কোরবানি দেন পরী। কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় বাইরে কোরবানি দেন পরিমনি।

বিজ্ঞাপন

সপ্তাহখানেক পরেই ঈদুল আজহা। এবারের কোরবানি দেওয়ার বিষয়ে পরীমনি বলেন, ‘এবারও কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ-উৎসবের সঙ্গে দিয়েছি। তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এফডিসিতে কোরবানি দেওয়া থেকে সরে এসেছি।’

বিজ্ঞাপন

এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে পরীমনি জানান, ‘আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে কোরবানি দেবো।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD