Logo

বর্ষীয়ান অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৭
90Shares
বর্ষীয়ান অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই
ছবি: সংগৃহীত

তার রেশ কাটতে না কাটতেই অবশেষে সেই গুজবই সত্যি হলো।

বিজ্ঞাপন

বর্ষীয়ান অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই। গত ২৫ সেপ্টেম্বর রাতে উত্তরার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন অভিনেত্রী সামিরা খান মাহিসহ অনেকেই।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন লাল। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিজ্ঞাপন

সপ্তাহখানেক আগে সামাজিকমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়েছিল আলাউদ্দিন লালের। তখন সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে পোস্ট করেছিলেন শোবিজের অনেক তারকাই।

বিজ্ঞাপন

পরবর্তীতে অভিনেতা নিলয় আলমগীর এক ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছিলেন, বেঁচে আছেন এবং সুস্থ আছেন আলাউদ্দিন লাল। তার রেশ কাটতে না কাটতেই অবশেষে সেই গুজবই সত্যি হলো। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

এর আগে, গত ২০২২ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন লালকে। কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে অভিনেতার চিকিৎসা। পরে নাট্যনির্মাতা প্রীতি দত্তের ফেসবুকের স্ট্যাটাস পড়ে কয়েকজন সহকর্মী পাশে দাঁড়িয়েছিলেন তার। কিন্তু তাদের দেওয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সংবাদ পেয়েই আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান অভিনেতা মুশফিক আর ফারহান। তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে পুনরায় কাজেও ফিরেছিলেন আলাউদ্দিন লাল। তবে শেষমেশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই গেলেন তিনি।

বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত ২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয়ে পা রাখেন আলাউদ্দীন লাল। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বর্ষীয়ান অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই