Logo

পালিয়ে বিয়ে করেছেন ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ান

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০৪:১৭
109Shares
পালিয়ে বিয়ে করেছেন ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ান
ছবি: সংগৃহীত

ইচ্ছা আছে, শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।

বিজ্ঞাপন

কোক স্টুডিও বাংলায় ‘মালো মা’ গান  দিয়ে বাজিমাত করেছেন কণ্ঠশিল্পী সাগর দেওয়ান। এক গান দিয়েই পেয়েছেন তারকা খ্যাতি। এরপরই শুরু হয়েছে গানের ব্যস্ততা। হতে থাকেন খবরের শিরোনাম। এবার বিয়ে করে খবরের শিরোনাম হলেন এ গায়ক। কনের নাম ফারিয়া মাহিন। পড়াশোনা করছেন নিউইয়র্কের একিটি বিশ্ববিদ্যালয়ে। তাদের পরিবার আমেরিকাতেই স্থায়ী।

বিয়ে প্রসঙ্গে সাগর  জানান, ৪ মাসে আগে একপ্রকার বাসা থেকে পালিয়েই বিয়ে সেরেছেন তারা। এ বিষয়ে এই শিল্পী, “আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। একে অপরকে ভালোবাসি। তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ইচ্ছা আছে, শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, তাদের বিয়ে এতটা সহজ ছিল না। কারণ দুই পরিবারের কেউই এটা মানতে চাইছিলেন না। তাই পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

বিজ্ঞাপন

সাগর দেওয়ান আরও বললেন, “আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। মানে, জানিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে ফারিয়ার পরিবার। কিন্তু আমরা তো বিয়ে করেছি, অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজনের মাথা ব্যথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি। এটা ঢাকার ডিবি কার্যালয় না। অন্য একটি।’

বিজ্ঞাপন

এ বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। রিলিজের পরই এই গানই তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD