Logo

বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৪, ০৬:৪৬
33Shares
বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি
ছবি: সংগৃহীত

শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এর মাস খানিক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। এবার সেই আইনি জটের মাঝেই পর্ন কাণ্ডে নতুন করে বিপাকে পরেছে রাজ কুন্দ্রা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে রাজ-শিল্পার বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । মুম্বই ও উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। 

বিজ্ঞাপন

রাজ কুন্দ্রাসহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও বাদ যায়নি।‘হটশটস’ নামে প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্য বছর খানেক আগেই হাজতবাস হয়েছিল রাজের। দু’মাস জেলে থাকার পরে জামিন পেয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

এর আগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ২০২১ সালে বড় অভিযোগ উঠেছিল। মুম্বাইয়ে শিল্প বাণিজ্য মহল এবং পেজ থ্রি সোসাইটিতে রাজ পরিচিত মুখ। তার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও করা হয় রাজ কুন্দ্রাকে। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD