Logo

ছেলেকে নিয়ে বিজয়ের সাজে শবনম বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৪১
38Shares
ছেলেকে নিয়ে বিজয়ের সাজে  শবনম বুবলী
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ততদের মাঝে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

বাঙালিদের গৌরবের দিন, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ ও জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় দিবস উপযাপনের ছবি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ততদের মাঝে শেয়ার করেছেন। সেখানে দেখা যায় বিজয়ের সাজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশুট করেছেন। 

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’ ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে লাল সবুজ পতাকা হাতে ছেলে শেহজাদ খানের পাশে রয়েছেন বুবলী। 

বিজ্ঞাপন

কমেন্ট বক্সে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। মারফুল আলম নামে এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ, বিজয় দিবসের শুভেচ্ছা রইলো, সবাই কে আমন্ত্রণ রইলো।’ আরেকজনের ভাষ্য, ‘মা ও ছেলেকে বিজয দিবসের গুভেচ্ছা দুজনকে খুব সুন্দর লাগতেছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিনেত্রী শবনম বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। 

বিজ্ঞাপন

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ছেলেকে নিয়ে বিজয়ের সাজে শবনম বুবলী