Logo

হাসপাতালে কাতরাচ্ছেন গুণী পরিচালক এফ আই মানিক, পাশে নেই পরিবারের কেউ

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৫, ২১:২৮
15Shares
হাসপাতালে কাতরাচ্ছেন গুণী পরিচালক এফ আই মানিক, পাশে নেই পরিবারের কেউ
ছবি: সংগৃহীত

স্বপ্নের বাসর, ফুল নেব না অশ্রু নেব, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা’র মতো তুমুল হিট সিনেমার পরিচালক এফ আই মানিক। কোটি টাকার কাবিন চলচ্চিত্র দিয়ে তারকাখ্যাতি পান ঢালীউডের শীর্ষ অভিনেতা নায়ক শাকিব খান অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

সেই এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ছাটফট করছেন অথচ তার পাশে পরিবার-পরিজন, সহকর্মী কেউ নেই।

জানা গেছে, অনেকদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় বৃহস্পতিবার (০২ অক্টোবর)  সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। পরবর্তীতে পরিচালক সমিতির সঙ্গে কথা হলেও বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের বিষয় এমনটা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে হাসাপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তার অবস্থা খারাপ। দ্রুত অপারেশন করাতে হবে। এখানে টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সিদ্ধান্ত। আমরা সেটাই পাচ্ছি না। এ অবস্থায় আমরাও বেশ বিপাকে পড়েছি।

এ নিয়ে কথা হয় পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানার সঙ্গে। তিনি বলেন আমি ঢাকার বাইরে আছি, সন্ধ্যায় ফিরেই হাসপাতালে যাবে। প্রয়োজনীয় যা করার মানিক ভাইয়ের জন্য করা হবে।

বিজ্ঞাপন

পরিচালক সমিতির সাবেক মহাসচিব এফ আই মানিক পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ডিপজল পরিচালিত ‘সৌভাগ্য’ মুক্তি পায় ২০২১ সালে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD