Logo

১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই: পরীমনি

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৫, ২১:৪৯
14Shares
১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন এই চিত্রনায়িকা। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢালীউডের বর্তমান সময়ের গ্ল্যামার অভিনেত্রী পরীমনির কথা।

বিজ্ঞাপন

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 

সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন পরীমনি। সেখানে এই অভিনেত্রী বলেন, এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না। নিজের জীবনে এ পরিবর্তনের মূল কারণ সন্তানরা। এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।

বিজ্ঞাপন

কথার ফাঁকে মজা করেই পরীমনি আরও বলেন, আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করেন। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনও ব্যর্থ হতে দেব না।

পডকাস্টে নিজের শৈশবের কিছু স্মৃতিও শেয়ার করেন তিনি। সিনেমায় আসার আগে নাচের স্কুলে ভর্তি হওয়া এবং সেখানে সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে স্কুল থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও উঠে আসে তার কথায়।

বিজ্ঞাপন

এছাড়া, ব্যক্তিগত জীবনের আরেকটি দিক তুলে ধরে পরীমনি জানান, বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে তিনি প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন এবং অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD