অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেতা হাসান মাসুদ। একসময় একের পর এক আলোচিত নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে দীর্ঘদিন ধরেই অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন এই অভিনেতা। এবার জানালেন, তিনি আর অভিনয়ে ফিরতে চান না, বরং খুঁজছেন একটি চাকরি।
আরও পড়ুন: গোপনে বাগদান সম্পন্ন রাশমিকা মান্দানার
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। সেটা যে ক্ষেত্রেই হোক, সাংবাদিকতা, এডমিনিস্ট্রেশন বা অন্য কিছু। ভালো সুযোগ পেলেই জবে যোগ দেব এবং একেবারেই হারিয়ে যাবো।”
বিজ্ঞাপন
একসময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে আবারও পুরনো পেশায় ফেরার ইঙ্গিত দেন হাসান মাসুদ। তার ভাষায়, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি ভালো অফার পাই।”
অভিনেতা দর্শকদের উদ্দেশেও কিছু পরামর্শ দেন। তিনি বলেন, “আমার একটাই অনুরোধ, আপনারা সবসময় সত্য কথা বলবেন। বর্তমানে পরকীয়ার প্রবণতা খুব বেড়ে গেছে, এটা থেকে দূরে থাকবেন। তাহলেই সুখে থাকতে পারবেন।”
বিজ্ঞাপন
হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং সাত বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হয়ে বিবিসি বাংলার মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিবিসির বাংলা বিভাগে কর্মরত ছিলেন।
পরে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন তিনি। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা এবং অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেন।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।