শহিদ কাপুরের এক কথাতেই রাজি হয়ে যান কারিনা !

বলিউডের রোমান্টিক-কমেডি সিনেমাগুলোর মধ্যে ‘জব উই মেট’ এমন এক ছবি, যা এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমায় শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের অনস্ক্রিন রসায়ন ছিল জাদুকরী। অথচ জানলে অবাক হবেন—প্রথমে এই ছবিতে কাজ করতেই রাজি ছিলেন না কারিনা কাপুর!
বিজ্ঞাপন
সম্প্রতি মিড ডে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা জানান, তখন তিনি প্রায় দেড় বছর কাজ থেকে দূরে ছিলেন। বেশ কয়েকটি বড় প্রজেক্টের প্রস্তাব পেলেও কিছুই ভালো লাগছিল না। ঠিক সেই সময় ইমতিয়াজ আলি শহিদ কাপুরের সঙ্গে যোগাযোগ করে ‘জব উই মেট’-এর স্ক্রিপ্ট শোনান। কারিনা বলেন, ‘আমরা কেউই ইমতিয়াজকে চিনতাম না। ওর তখন শুধু ‘সোচা না থা’ ছবিটাই রিলিজ হয়েছিল। আমি তার কোনও কাজও দেখিনি, হয়তো শহিদ দেখেছিল।’
কারিনা আরও জানান, শহিদ বলল, এই লোকটা তোমাকে অ্যাপ্রোচ করবে, স্ক্রিপ্টটা দারুণ। তখন আমি বললাম, ঠিক আছে, কাজ করি। আমি কল্পনাও করতে পারিনি এই ছবি এত আইকনিক হয়ে উঠবে। ইমতিয়াজ সবসময় বলতেন, আমি নাকি বুঝতে পারিনি চরিত্রটা কতটা শক্তিশালী।
বিজ্ঞাপন
ফ্লিম কম্প্যানিয়িনকে দেওয়া আরও এক সাক্ষাৎকারে কারিনা বলেন, আমি তখন ‘তাশান’ আর ‘জব উই মেট’ একসাথে শুট করছিলাম। মনে হচ্ছিল, ‘তাশান’ আমার জীবন বদলে দেবে। ওটাই আমার ফোকাস ছিল। ‘জব উই মেট’ তো শুধু কাজের জন্য করছিলাম। তবে শহিদ বারবার বলছিল, ‘গার্লস পার্টটা অসাধারণ, তোমাকে এটা করতে হবে।’ এই পুরো প্রজেক্টটাই বলতে গেলে শহিদই একসাথে এনেছিল।
আরও পড়ুন: অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ
কারিনা আরও বলেন, আমি ভাবিনি যে ‘জব উই মেট’ আমার ক্যারিয়ার বদলে দেবে আর ‘তাশান’ আমার জীবন। ‘তাশান’-এর সেটে আমি সেই মানুষটিকে পাই, যাকে আমি পরে বিয়ে করি। আর ‘জব উই মেট’-এর মধ্য দিয়ে আমি পেশাগতভাবে এক নতুন উচ্চতায় পৌঁছাই। শহিদ আর আমার পথ আলাদা হয়ে গেলেও এই ছবিটা আমাদের জীবনে এক অমূল্য রত্ন হয়ে থাকল।
বিজ্ঞাপন