স্ক্রিনশট ফাঁস করে সতর্ক করলেন নুসরাত ফারিয়া

শোবিজ অঙ্গনের পরিচিত নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার ঘটনা নতুন নয়। প্রায়ই বিভিন্ন তারকারা এমন প্রতারণার শিকার হন। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক নুসরাত ফারিয়া।
বিজ্ঞাপন
অভিনেত্রীর নামে খোলা ভুয়া আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সতর্ক করেছেন ফারিয়া নিজেই।
আরও পড়ুন: আমার কোনো শত্রু নেই: পরীমণি
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক ভুয়া আইডির স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেন, “সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
বিজ্ঞাপন
ফারিয়া আরও অনুরোধ করেন, যেন কেউ এসব ভুয়া একাউন্টের সঙ্গে যুক্ত না হন, কাউকে টাকা না পাঠান এবং দ্রুত রিপোর্ট করেন। তিনি বলেন, “সচেতন থাকুন, নিরাপদ থাকুন।”
এর আগেও একাধিক তারকা এ ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছেন। নন্দিত অভিনেতা আলমগীরের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার চেষ্টা করা হলে তার পক্ষ থেকে বিষয়টি জানান মেয়ে আঁখি আলমগীর। অন্যদিকে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের নামে ভুয়া প্রোফাইল চালু হলে সরাসরি ফেসবুক লাইভে এসে ভক্তদের সতর্ক করেছিলেন।