Logo

অডিশনের লোভে ১৭ বছর প্রতারণার শিকার হন অভিনেত্রী অনীত

profile picture
বিনোদন ডেস্ক
৬ অক্টোবর, ২০২৫, ১৭:২৬
10Shares
অডিশনের লোভে ১৭ বছর প্রতারণার শিকার হন অভিনেত্রী অনীত
ছবি: সংগৃহীত

চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের ব্যবসাসফল ছবি ‘সাইয়ারা’-এর মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন অনীত পাড্ডা। তবে তার সাফল্যের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। শুরুটা ছিল সংগ্রামে ভরা। অভিনেত্রী জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধানে থাকাকালে কাজের তাড়নায় নানা বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনীত জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের খোঁজে থাকাকালে নানা প্রতারণার শিকার হন তিনি। না বুঝেই একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েছিলেন। এসব সাইট তাকে অডিশনের প্রলোভন দেখালেও কোনো ফল মেলেনি। কাজের আশায় প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদন ও ছবি পাঠিয়েছিলেন অনীত। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।

বলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ নয়—বিশেষত যদি কেউ ইন্ডাস্ট্রির সন্তান না হন। বলিউডের তথাকথিত ‘বহিরাগত’দের হন্যে হয়ে কাজ খুঁজতে হয়। সেই বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন অনীতও। সুযোগের সন্ধানে তিনি হন্যে হয়ে ঘুরেছেন এক প্রযোজনা সংস্থা থেকে আরেকটিতে।

বিজ্ঞাপন

অভিনয়ের প্রতি অনীতের ভালোবাসার শুরু অনেক আগেই। মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে প্রথম অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন জেগেছিল মনে। কিন্তু বন্ধুবান্ধব ও বাবার সমর্থন না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।অভিনেত্রী বলেন, “বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, ‘এ সব ভাবা মানেও বোকার মতো কাজ’। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।”

তবুও স্বপ্নের নেশা তাকে ছাড়েনি। ১৭ বছর বয়সে তিনি আবারও সাহস সঞ্চয় করে অডিশনের খোঁজ শুরু করেন। সেই শুরুতেই নানা তিক্ত অভিজ্ঞতা পেরিয়ে আজ তিনি বলিউডের এক উদীয়মান তারকা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD