Logo

গাজার পথে বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকারকর্মী রুহি লোরেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৬:২৪
15Shares
গাজার পথে বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকারকর্মী রুহি লোরেন
ছবি: সংগৃহীত

গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্বাস্থ্য ও মানবাধিকার বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মরপেথে জন্মগ্রহণ করা রুহি ১৮ সেপ্টেম্বর থেকে এই মানবিক মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

রুহি বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি নৌবহরের ‘সামারটাইম জং’ জাহাজে অবস্থান করছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ়প্রতিজ্ঞা ও আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন। নৌবহরটি ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের কাছে শেষ চেষ্টা হিসেবে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাচ্ছে।

রুহি লোরেন আখতার ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি যুদ্ধ ও সংঘাত থেকে পালানো বাস্তুচ্যুত মানুষদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণের মতো কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সংস্থার কার্যক্রম গাজা ও গ্রিসে চলছে।

বিজ্ঞাপন

মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ রুহি ২০২৫ সালের অক্টোবর মাসে নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ উদ্যোগে প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ অংশগ্রহণ করছেন। এতে রয়েছেন চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি। ফ্লোটিলার লক্ষ্য সমুদ্রপথে গাজার জনগণের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD