Logo

ফ্লোটিলার ৩৯ জাহাজ থমকে গেল বাধায়, গাজার পথে মাত্র একটি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৬:৪৪
17Shares
ফ্লোটিলার ৩৯ জাহাজ থমকে গেল বাধায়, গাজার পথে মাত্র একটি
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তাবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা'র ৪০টি জাহাজের মধ্যে ৩৯টিই আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আয়োজকদের তথ্যমতে, বর্তমানে মাত্র একটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞাপন

আটক হওয়া জাহাজগুলিতে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ মানবাধিকারকর্মী ছিলেন। গত শনিবার গভীর রাতে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌ কমান্ডোরা আকস্মিক হামলা চালিয়ে জাহাজগুলোতে প্রবেশ করে অধিকারকর্মীদের আটক করে।

জাহাজে লাগানো ক্যামেরার সরাসরি সম্প্রচারে দেখা গেছে, অস্ত্রসজ্জিত ইসরায়েলি সেনারা জাহাজে ওঠার সময় যাত্রীরা হাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গি প্রদর্শন করছিলেন।

বিজ্ঞাপন

পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় গ্রেটা থুনবার্গকে সেনাদের ঘিরে রাখা হয়েছে। তাদের দাবি, তিনি ও তার সহযাত্রীরা সুস্থ আছেন।

মানবিক সহায়তার মধ্যে খাদ্য ও ওষুধ ছিল, যা আগস্টের শেষ সপ্তাহে ইউরোপ থেকে গাজার উদ্দেশে পাঠানো হয়। এ অভিযানে আইনজীবীসহ শত শত কর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

তাদের মূল উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবৈধ অবরোধ ভাঙা। কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছানোর আগেই সেনারা জাহাজগুলো আটকে দেয়।

যাত্রার শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন ও ইতালির নৌবাহিনী এবং তুরস্কের ড্রোন সহায়তা দিচ্ছিল। তবে ইসরায়েলি সেনারা জাহাজগুলো আটক করার সময় এসব দেশের জাহাজ ঘটনাস্থলে ছিল না।

ঘটনার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়ে এটিকে “সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD