Logo

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যাশঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৫, ১৭:৫৭
10Shares
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যাশঙ্কা
ছবি: সংগৃহীত

ইউরোপে পৌঁছানোর পথে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। রাবারের তৈরি ওই নৌকায় থাকা অন্তত ৪২ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে আইওএম জানায়, দুর্ঘটনাগ্রস্ত নৌকার মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সমুদ্রে ছয় দিন ধরে ভেসে ছিলেন বলে জানা গেছে।

নিখোঁজ ৪২ জনের মধ্যে ২৯ জন সুদান, আটজন সোমালিয়া, তিনজন ক্যামেরুন এবং দুজন নাইজেরিয়ার নাগরিক। উদ্ধার হওয়া সাতজনের মধ্যে চারজন সুদান, দুজন নাইজেরিয়া ও একজন ক্যামেরুনের নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

লিবীয় কর্তৃপক্ষের বরাতে আইওএম জানায়, ৪৯ জন আরোহীকে নিয়ে যাত্রা শুরু করা নৌকাটি আল-বুরি তেলক্ষেত্রের কাছাকাছি উপকূলে ডুবে যায়।

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় লিবিয়া দীর্ঘদিন ধরেই অভিবাসীদের প্রধান রুটে পরিণত হয়েছে। কিন্তু এই বিপজ্জনক সমুদ্রপথে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।

বিজ্ঞাপন

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার সুযোগে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। জাতিসংঘের মতে, দেশটিতে আটকে পড়া অভিবাসীরা প্রায়ই নির্যাতন, যৌন সহিংসতা ও পাচারের ঝুঁকিতে থাকেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD