জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০ সেনা

আজারবাইজান থেকে তুরস্কে যাওয়ার পথে জর্জিয়ায় একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তুরস্কের ২০ জন সেনা সদস্য।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জর্জিয়া কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তুরস্কের উদ্ধারকারী দল। ইতোমধ্যে নিহত ২০ সেনার নামও প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কের সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি আজারবাইজানের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এ ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শোকবার্তা পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








