গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসি-এর উপকূলে নৌকা ডুবে অন্তত ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। গ্রিসের কোস্টগার্ড সূত্রে শনিবার (০৬ নভেম্বর) এ খবর জানা গেছে।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটি সাগরতীর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে যায়। ঘটনায় প্রথমে পৌঁছায় তুরস্কের একটি কার্গো জাহাজ, যার ক্যাপ্টেন পরে বিষয়টি গ্রিসের কোস্টগার্ডকে জানান।
নৌকাটিতে মোট ২০ জন ছিল। আহত বা বেঁচে থাকা শুধু দুইজন, যাদের নিরাপদে নিকটস্থ ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে। বাকি ১৮ জনের নিখোঁজ অবস্থাকে মৃত্যু হিসাবে ধরা হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখযোগ্য, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। বর্তমানে গ্রিসে প্রায় ১০ লাখ অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
সাধারণত লিবিয়ার উপকূল থেকে নৌকা চালিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ক্রিট, গাভদোস এবং ক্রিসি দ্বীপ পৌঁছানোর চেষ্টা করেন। এই পথটি তুলনামূলকভাবে কাছের হলেও, প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে অনেকের জীবন বিপন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








