Logo

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির অনুমোদন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩২
19Shares
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির অনুমোদন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে এমন একটি বিষয়ে শুনানি করার জন্য, যা জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারকে কেন্দ্র করে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের সঙ্গে সম্পর্কিত, যা অবৈধভাবে দেশে থাকা পিতামাতার সন্তানদের নাগরিকত্ব বন্ধ করার চেষ্টা করেছিল।

বিজ্ঞাপন

নিম্ন আদালতের বিচার কার্যক্রমের কারণে আদেশটি স্থগিত থাকলেও, সুপ্রিম কোর্ট বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করবে। ১৪তম সংবিধান সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তি নাগরিক হয়; তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনী এই নিয়মের বাইরে।

আইন বিশেষজ্ঞরা মনে করেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভবিষ্যতে অভিবাসন নীতি ও “আমেরিকান সিটিজেন” সংজ্ঞার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ২০১৬ সালে দেশে জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রায় আড়াই লাখের পিতা-মাতা অবৈধ অভিবাসী ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের মতো জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের নিয়ম শুধুমাত্র কয়েকটি দেশে প্রযোজ্য, যার মধ্যে বেশিরভাগ আমেরিকা মহাদেশের দেশ।

সূত্র: বিবিসি বাংলা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD