Logo

তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৭
24Shares
তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান।

বিজ্ঞাপন

কুগেলম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার এই ঘটনা বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি।

তিনি আরও বলেন, এই প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ভিত্তি পুনঃসংযোগ নয়, বরং বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে দেশের রাজনীতির ‘বারুদের স্তূপ’ থেকে বেরিয়ে আসার ক্ষমতারও একটি পরীক্ষা।

বিজ্ঞাপন

বিশ্লেষক কুগেলম্যানের মতে, বিএনপির নেতৃত্বে থাকা তারেক রহমান দেশের রাজনৈতিক পরিসরে নতুন গতি আনতে পারেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে সরকারের সাথে অংশগ্রহণমূলক রাজনীতিকে জোরদার করতে সক্ষম হবেন।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষ করে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা এটিকে দলের জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রভাবশালী অংশ হিসেবে তারেক রহমানের ভূমিকা আগামী দিনের বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD