Logo

ওড়িশায় বাংলাদেশি সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, উত্তাল মুর্শিদাবাদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৪২
13Shares
ওড়িশায় বাংলাদেশি সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, উত্তাল মুর্শিদাবাদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের ওড়িশা রাজ্যে। এ ঘটনায় আহত তার অন্য দুই সহকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ওড়িশার এক এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিবিসি বাংলার সংবাদমাধ্যমকে জানানো হয়, নিহত যুবকের নাম জুয়েল রানা বয়স ১৯ বছর। যুবকটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে ওড়িশায় কাজে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানিয়েছেন, রাতে রান্নাবান্না ও খাওয়া শেষে জুয়েলসহ তিনজন ঘরের বাইরে বিড়ি খেতে বেরিয়েছিলেন। সে সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। পল্টু শেখ আরও জানান, “রাত তখন আনুমানিক সাড়ে আটটা। বিড়ি চাওয়ার পরপরই ওই দলটি সন্দেহ প্রকাশ করে যে জুয়েলরা বাংলাদেশি কি না এবং তাদের আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে।”

আরেক শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন।

জুয়েল রানার বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চক বাহাদুরপুর গ্রামে। জুয়েলের চাচা রিয়াকুল শেখ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, চার-পাঁচজন দুষ্কৃতকারী এসে তাঁদের ওপর চড়াও হয়। তারা জুয়েলদের বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত ছাড়ার হুমকি দেয় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। মারধরের একপর্যায়ে তাঁদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাভাষী শ্রমিক ও ফেরিওয়ালাদের ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি বা হেনস্তার শিকার হতে হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে।

স্থানীয় মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ বলেন, শ্রমিকরা বাইরে থাকার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের আধার কার্ড দেখতে চায় এবং এরপরই মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD