তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা জানাল ভারতের মিডিয়া

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ফিরে এসে রাজনীতির মঞ্চে সক্রিয় হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে ভারতীয় গণমাধ্যমগুলোও গুরুত্ব সহকারে প্রচার করেছে।
বিজ্ঞাপন
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাজধানীতে তার আগমনকে কেন্দ্র করে বিপুল উৎসাহ দেখা গেছে। বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দরের দিকে মিছিল করে তাকে স্বাগত জানান।
৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র উল্লেখ করে এনডিটিভি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তিনি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও দেশে এসেছেন।
বিজ্ঞাপন
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে তারেক রহমানের রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরে ব্যাপক। ২০১৮ সালে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।\
দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝেও তার দেশে প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে সম্প্রতি তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও বিক্ষোভের পর এই প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।








