Logo

বড়দিনে পুতিনের ‘মৃত্যু কামনা’ করলেন জেলেনস্কি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৭
5Shares
বড়দিনে পুতিনের ‘মৃত্যু কামনা’ করলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

বড়দিনে দেশবাসীর জন্য বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ বার্তায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিসমাস বার্তায় পুতিনকে ইঙ্গিত করে কঠোর মন্তব্য জেলেনস্কির, শান্তির আহ্বানও পুনর্ব্যক্ত ক্রিসমাসের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া যত কষ্টই চাপিয়ে দিক না কেন, তারা ইউক্রেনীয়দের হৃদয়, পারস্পরিক বিশ্বাস ও ঐক্য ধ্বংস করতে পারবে না।

বিজ্ঞাপন

পুতিনের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, আজ আমরা সবাই একটি স্বপ্ন ভাগ করে নিচ্ছি। আর সবার জন্য আমাদের একটি ইচ্ছা—‘সে ধ্বংস হোক’, যেটা সবাই মনে মনে বলে থাকে। তার এই বক্তব্যকে অনেকেই রুশ নেতার বিরুদ্ধে কঠোর ইঙ্গিত হিসেবে দেখছেন।

বক্তব্যে একই সঙ্গে জেলেনস্কি শান্তির কথাও তুলে ধরেন। তিনি বলেন, যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন আমরা আরও বড় কিছু চাই। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এর জন্য লড়ছি, প্রার্থনা করছি এবং আমরা তা পাওয়ার যোগ্য।

ক্রিসমাস বার্তায় জেলেনস্কি বলেন, ক্রিসমাসের প্রাক্কালে রাশিয়া আবারও দেখিয়েছে তারা আসলে কারা। ব্যাপক গোলাবর্ষণ, শত শত শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হামলা—সবকিছুই ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ২০ দফা পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউক্রেন দেশের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে প্রস্তুত থাকতে পারে। তবে শর্ত হলো—রাশিয়াকেও একইভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং ওই অঞ্চলকে আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চলে পরিণত করতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD